যদি ব্লগ সমৃদ্ধকরণের জন্য আপনাকে কোন উইজেট কোড খুঁজতে হয় প্রথমে আপনাকে ব্লগার ড্যাশবোর্ডে যান এবং সেখান থেকে (Template) টেমপ্লেটে ক্লিক করুন। এরপর Edit HTML এ ক্লিক করুন। এরপর নীচের মত সমস্ত তীর চিহ্ন গুলি ▶ ক্লিক করে প্রতিটি উইজেটকে প্রসারিত করতে হবে।
HTML এডিটর সম্প্রসারিত হয়ে গেলে আপনি (Find function) খুজে বের করার ফাংশন (Ctrl + F) ব্যবহার করে অনুসন্ধানের মাধ্যমে আপনার আখাংখিত যে কোনও উইজেট কোড খুঁজে পেতে পারেন।
👉 👉 পোস্টটি পড়ে যদি আপনার বিন্দু মাত্র উপকার হয় তাতেই আমরা সার্থক ও কৃতজ্ঞ হব। পোস্টটি ভাল লাগলে দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আশা করি। হতে পারে এই কাজে আপনার কয়েক সেকেন্ড মূল্যবান সময় ব্যয়-দেশের আরো দশজন উপকৃত হবার অন্যতম উপলক্ষ। আর হ্যাঁ, এ বিষয়ে কোন কিছু জানার থাকলে নীচের কমেন্ট বক্সে নির্দ্বিধায় কমেন্ট করুন। আমরা আপনাদেরকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত ইনশাআল্লাহ। মনে রাখবেন, জ্ঞান বিতরণ করলে জ্ঞান কমেনা বরং বাড়ে। যেখানেই থাকুন নিরাপদে থাকুন-থাকুন শান্তিতে। পোস্টটি কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। Visit our video blog

দরকারি বিষয়, ধন্যবাদ।
ReplyDeleteOw its a nice post. Thanks for sharing this type of Freelancing tips.
ReplyDeleteI already bookmarking your site. You can also visit my Freelancing Blog for get some more information about Freelancing Tutorial .