কিভাবে ব্লগারে পোষ্ট ভিউ (Post Views) কাউন্টার যুক্ত করতে হয়
কি ভাবে ব্লগারে পোষ্ট ভিউ কাউন্টার জুড়তে হয়-এই বিষয়ে আমি কিছু নিবন্ধ খুঁজেছি এবং এটি ব্যবহার করার একটি সহজ উপায় খুঁজছিলাম। কারন ভিউ কাউন্টার যে কোন ব্লগের জন্য খুবই প্রয়োজনীয় একটি গেজেট। এটি ব্লগের নিবন্ধগুলির দর্শক ভিউস-এর সংখ্যা প্রদর্শন করে থাকে। এটির মাধ্যমে প্রধান সুবিধাটি হচ্ছে যে, ব্লগের কোন কোন নিবন্ধগুলি সর্বাধিক দেখা হয়েছে ভিজিটররা তা সহজে দেখতে পারে এবং এর মাধ্যমে বুজতে পারে যে কোন নিবন্ধটি সত্যিই দরকারী।
এটি যুক্ত করা খুবই সহজ।
নীচের কয়েকটি ধাপ মনোযোগ দিয়ে অনুসরণ করুন।
প্রথমে আপনার ব্লগার ডেশবোর্ডে যান।
(১) ডেশবোর্ড থেকে Template বা Theme >>> Edit HTML এ যান।
![]() |
HTML Template Editor |
(৫) এখন নীচের স্ক্রিপ্টটি </ Body> ট্যাগের এর ঠিক উপরে নীচের চিত্রের মত পেস্ট করুন।
<script src='https://cdn.firebase.com/v0/firebase.js' type='text/javascript'></script> <script> $.each($("a[name]"), function(i, e) { var elem = $(e).parent().find("#postviews"); var blogStats = new Firebase("https://YOUR-APP-NAME.firebaseio.com/pages/id/" + $(e).attr("name")); blogStats.once("value", function(snapshot) { var data = snapshot.val(); var isnew = false; if(data == null) { data= {}; data.value = 0; data.url = window.location.href; data.id = $(e).attr("name"); isnew = true; } elem.text(data.value); data.value++; if(window.location.pathname!="/") { if(isnew) blogStats.set(data); else blogStats.child("value").set(data.value); } }); }); </script>
(৬) Save Template বা Save Theme
অভিনন্দন !! আপনি জানলেন কিভাবে ব্লগারে পোষ্ট ভিউ (Post Views) কাউন্টার যুক্ত করতে হয়।এখন আপনার ব্লগে যান এবং লাইভ স্ক্রিপ্ট (script live) চেক করুন। আশা করি টিউটোরিয়ালটি আপনি পছন্দ করেছেন।
👉 👉 পোস্টটি পড়ে যদি আপনার বিন্দু মাত্র উপকার হয় তাতেই আমরা সার্থক ও কৃতজ্ঞ হব। পোস্টটি ভাল লাগলে দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আশা করি। হতে পারে এই কাজে আপনার কয়েক সেকেন্ড মূল্যবান সময় ব্যয়-দেশের আরো দশজন উপকৃত হবার অন্যতম উপলক্ষ। আর হ্যাঁ, এ বিষয়ে কোন কিছু জানার থাকলে নীচের কমেন্ট বক্সে নির্দ্বিধায় কমেন্ট করুন। আমরা আপনাদেরকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত ইনশাআল্লাহ। মনে রাখবেন, জ্ঞান বিতরণ করলে জ্ঞান কমেনা বরং বাড়ে। যেখানেই থাকুন নিরাপদে থাকুন-থাকুন শান্তিতে। পোস্টটি কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
Visit our video blog

অনেক গুরুত্বপূর্ন একটি পোস্ট।
ReplyDeleteআমার সাইটে ঘুরে আসার দাওয়াত রইলো।
BanglaTech.Me