আধুনিক বিশ্ব মানে আইটি বা তথ্য-প্রযুক্তি। বর্তমান বিশ্বের প্রতিটি ক্ষেত্রের উন্নয়ন তথ্য প্রচার-প্রসার প্রযুক্তির উপর নির্ভরশীল। তথ্য- প্রযুক্তির উন্নয়ন ছাড়া পৃথিবী অন্ধ। কম্পিউটার বা তথ্য প্রযুক্তির উপর জ্ঞান অর্জন করা যেন বর্তমান সময়ের এক অনস্বীকার্য দাবী। যা মানুষের জীবন যাত্রায় গতি সঞ্চার এবং ডিজিটাল হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। একটি দেশকে যদি ডিজিটাল এবং গতিশীল দেশ হিসেবে উন্নত করতে হয় তবে তথ্য প্রযুক্তির জ্ঞানের কোন বিকল্প নেই। তাই আমরা আশা করি এক্ষেত্রে বাংলাদেশও পিছিয়ে থাকবে না। বাংলাদেশ মানব সম্পদে সমৃদ্ধ। বাংলাদেশে তথ্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষা এবং প্রশিক্ষণ প্রাপ্তির মাধ্যমে অনেক শিক্ষিত বা কম শিক্ষিত লোক ব্যক্তি,পরিবার, সমাজ ও রাষ্ট্র তথা সার্বিক উন্নয়নে অবদান রাখতে পারবে।
মহানবী হজরত মুহাম্মদ (সঃ) বলেছেন- "দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন কর"। তাই আগে নিজে শিখি তারপর অন্যদের শিখাই। তথ্য প্রযুক্তির উপর যে কোনো লেখা বা ভিডিও চোখে পড়লেই পড়া এবং দেখার চেষ্টা করি। পড়ে-দেখে যা শিখি তা-ই লিখি।
আপনিও পড়ুন, শিখুন এবং অন্যদের শিখান। "মন-প্রান-হ্রদয় দিয়ে; এগিয়ে চল প্রযুক্তি নিয়ে"- এই শ্লোগান নিয়ে আসুন সবাই মিলে এগিয়ে যাই ডিজিটাল বাংলাদেশের সপ্নসমৃদ্ধ অদূর ভবিষ্যতের নিকটপ্রান্তে।

No comments