• সাম্প্রতিক

    ওয়ার্ডপ্রেস (Wordpress) ব্লগ শুরু করতে আপনার কি কি দরকার?

    বিসমিল্লাহির রাহমানির রাহীম

    ওয়ার্ডপ্রেস (wordpress) ব্লগ শুরু করার তিনটি বিষয় রয়েছেঃ

    (১) একটি ডোমেইন নামের ধারণা (এটি আপনার ব্লগের নাম হবে যেমনঃ techmasterbd1.com

    (২) একটি ওয়েব হোস্টিং একাউন্ট (এটি হল যেখানে আপনার ওয়েবসাইটটি ইন্টারনেটে বাস করে)

    (৩) ৩০ মিনিটের জন্য আপনার একান্ত মনোযোগ।

    হ্যাঁ, এখনই আপনি এটি পড়া শুরু করুন । আপনি ৩০ মিনিটেরও কম সময়ের মধ্যে অনায়াসেই একটি ব্লগ শুরু করতে পারেন এবং আমরা একটি সম্পূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাব।

    এই টিউটোরিয়ালে, আমরা অন্তর্ভুক্ত করবঃ
    • বিনামূল্যে জন্য একটি ডোমেন নাম নিবন্ধন কিভাবে, 
    • কিভাবে ভাল ওয়েব হোস্টিং নির্বাচন করবেন,  
    • কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন,
    • কিভাবে আপনার থিম পরিবর্তন করবেন, 
    • কিভাবে আপনার প্রথম ব্লগ পোস্ট করবেন, 
    • কিভাবে প্লাগইনের মাধ্যমে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করবেন, 
    • কিভাবে একটি যোগাযোগ ফর্ম যুক্ত করবেন,
    • কিভাবে Google Analytics ট্র্যাকিং সেট আপ করবেন, 
    • কিভাবে এসইও জন্য আপনার ওয়েবসাইট অপটিমাইজ করবেন, 
    • কিভাবে আপনার ব্লগ থেকে অর্থ উপার্জন,
    • এবং মৌলিক ওয়ার্ডপ্রেস শেখার যাবতীয় উপাদান,

    (চলবে...)

     👉 👉 পোস্টটি পড়ে যদি আপনার বিন্দু মাত্র উপকার হয় তাতেই আমরা সার্থক ও কৃতজ্ঞ হব। পোস্টটি ভাল লাগলে দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আশা করি। হতে পারে এই কাজে আপনার কয়েক সেকেন্ড মূল্যবান সময় ব্যয়-দেশের আরো দশজন উপকৃত হবার অন্যতম উপলক্ষ। আর হ্যাঁ, এ বিষয়ে কোন কিছু জানার থাকলে নীচের কমেন্ট বক্সে নির্দ্বিধায় কমেন্ট করুন। আমরা আপনাদেরকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত ইনশাআল্লাহ। মনে রাখবেন, জ্ঞান বিতরণ করলে জ্ঞান কমেনা বরং বাড়ে। যেখানেই থাকুন নিরাপদে থাকুন-থাকুন শান্তিতে। পোস্টটি কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। 



    "মন-প্রান-হ্রদয় দিয়ে; এগিয়ে চল প্রযুক্তি নিয়ে"
    your photo name

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad