• সাম্প্রতিক

    দীলিপ কুমার-"রাজা রাজা রহেগা আওর প্রজা প্রজা রহেগা"



    বিসমিল্লাহির রাহমানির রাহীম 

    আমাদের শৈশবে পাড়ার তরুণ বড়ো ভাইদের কণ্ঠে দিলীপ কুমারের সিনেমার গান শুনতে শুনতে গানের কথাগুলি আমাদেরও মুখস্থ হয়ে গিয়েছিলো ।
    এখনো কানে বাজে,"দিল মে ছুপাকে পেয়ার কা তুফান লে চলে", তারপর মুখে ঘোড়ার খুঁড়ের ট্যাঙ্গস ট্যাঙ্গস মিউজিক বাজাতাম আমরা।
    আমাদের মাঠে ব্যাডমিন্টন ও ফুটবল খেলতে গিয়ে ঝগড়া লাগলে জিতে যাওয়া দলকে আমরা দিলীপ কুমারের স্টাইলে হুমকি দিয়ে বলতাম, "জবতক ইস বাজুমে তাকত রহেগা তব তক রাজা রাজা রহেগা আওর প্রজা প্রজা রহেগা। হার গিয়া তো কেয়া হুয়া!"
    তাই আমাদের প্রজন্মের জন্য এভাবে বলছি-"জবতক ইস জিসমপে দম রহেগা তব তক দিলীপ কুমার দিলীপ কুমারই রহেগা আওর বাকি সব একটর রহেগা। মর গিয়া তো কেয়া হুয়া!"
    ছবিতে মক্কায় ইহরাম পরিহিত ইউসুফ খান ওরফে দিলীপ কুমার। যিনি পর্দায় অভিনয়ের মাধ্যমে রাজা বাদশাহ থেকে গোলামীর জীবন পর্যন্ত পরিবার, সমাজ ও রাষ্ট্রের অনেক বৈষম্য ও অনিয়মের দিকে অঙ্গুলি নির্দেশ করে গেছেন।
    মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, রহম করুন এবং জান্নাত নসীব করুন, আমীন।


    👉 👉 পোস্টটি পড়ে যদি আপনার বিন্দু মাত্র উপকার হয় তাতেই আমরা সার্থক ও কৃতজ্ঞ হব। পোস্টটি ভাল লাগলে দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আশা করি। হতে পারে এই কাজে আপনার কয়েক সেকেন্ড মূল্যবান সময় ব্যয়-দেশের আরো দশজন উপকৃত হবার অন্যতম উপলক্ষ। আর হ্যাঁ, এ বিষয়ে কোন কিছু জানার থাকলে নীচের কমেন্ট বক্সে নির্দ্বিধায় কমেন্ট করুন। আমরা আপনাদেরকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত ইনশাআল্লাহ। মনে রাখবেন, জ্ঞান বিতরণ করলে জ্ঞান কমেনা বরং বাড়ে। যেখানেই থাকুন নিরাপদে থাকুন-থাকুন শান্তিতে। পোস্টটি কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। Visit our video blog



    "মন-প্রান-হ্রদয় দিয়ে; এগিয়ে চল প্রযুক্তি নিয়ে"
    your photo name

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad