দীলিপ কুমার-"রাজা রাজা রহেগা আওর প্রজা প্রজা রহেগা"
এখনো কানে বাজে,"দিল মে ছুপাকে পেয়ার কা তুফান লে চলে", তারপর মুখে ঘোড়ার খুঁড়ের ট্যাঙ্গস ট্যাঙ্গস মিউজিক বাজাতাম আমরা।
আমাদের মাঠে ব্যাডমিন্টন ও ফুটবল খেলতে গিয়ে ঝগড়া লাগলে জিতে যাওয়া দলকে আমরা দিলীপ কুমারের স্টাইলে হুমকি দিয়ে বলতাম, "জবতক ইস বাজুমে তাকত রহেগা তব তক রাজা রাজা রহেগা আওর প্রজা প্রজা রহেগা। হার গিয়া তো কেয়া হুয়া!"
তাই আমাদের প্রজন্মের জন্য এভাবে বলছি-"জবতক ইস জিসমপে দম রহেগা তব তক দিলীপ কুমার দিলীপ কুমারই রহেগা আওর বাকি সব একটর রহেগা। মর গিয়া তো কেয়া হুয়া!"
ছবিতে মক্কায় ইহরাম পরিহিত ইউসুফ খান ওরফে দিলীপ কুমার। যিনি পর্দায় অভিনয়ের মাধ্যমে রাজা বাদশাহ থেকে গোলামীর জীবন পর্যন্ত পরিবার, সমাজ ও রাষ্ট্রের অনেক বৈষম্য ও অনিয়মের দিকে অঙ্গুলি নির্দেশ করে গেছেন।
মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, রহম করুন এবং জান্নাত নসীব করুন, আমীন।

No comments