• সাম্প্রতিক

    কিভাবে আপনার কম্পিউটারের (Shortcut Virus) "শর্টকাট ভাইরাস" রিমুভ করবেন?


    আসলামুল আলাইকুম, কেমন আছেন সবাই ? TechMaster BD এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


    প্রায় সময় দেখা যায় আমাদের মধ্যে অনেকে কম্পিউটারের শর্টকাট ভাইরাস নিয়ে খুবই সমস্যায় ভুগেন। বেশিরভাগ লোক এটিকে কিভাবে remove করা যায় সে সম্পর্কে বিভিন্ন ব্লগে পোস্ট দেয়। আসলে এটি কোন ভাইরাস নয়, এটি একটি "VBS স্ক্রিপ্ট"।
    আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। আশা করি আপনাদের কাজে লাগবে। শর্টকাট ভাইরাস স্থায়ীভাবে অপসারণ করতে আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

    (Unaffected) অনাক্রান্ত কম্পিউটারের জন্য:

    (১) প্রথমে রান (Run) ওপেন করুন।


    (২)  Open নামে লম্বা খালি বক্সে wscript.exe লিখুন


    (৩) কিবোর্ড থেকে Enter-এন্টার চাপুন অথবা OK ক্লিক করুন।


    (৪) Stop script after specified number of seconds: এ টিক চিহ্ন দিন।

     


    (৪) এরপর Apply ক্লিক করুন।


    (৫) OK ক্লিক করুন।


     আশা করি এবার কোন পেনড্রাইভের "শর্টকাট ভাইরাস" আপনার কম্পিউটারে আর ডুকবে না।

    (Infected ) আক্রান্ত বা সংক্রমিত কম্পিউটারের জন্য:

    (১) কীবোর্ডে Ctrl + Shift + Esc চাপুন।

    (২) Process ট্যাবে যান।

    (৩) wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।

    (৪) ক্লিক End Process।

    (৫) এবার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।


    (৬) সার্চ বক্সে wscript টাইপ করে অনুসন্ধান করুন।


    (৭) wscript নামের সকল ফাইলগুলি Shifr + Delete।


    (৮) যেসব ফাইল ডিলিট হচ্ছে না সেসবের ক্ষত্রে স্কিপ (Skip) দিন। 

    (৯) এখন 'Run' Open করুন।

    (১০) wscript.exe লিখুন এবং OK দিন। 

    (১১) Stop script after specified number of seconds: এ আগের নিয়মে টিক চিহ্ন দিয়ে Apply কমান্ড দিন। 

    আশা করি আপনি সফল হয়েছে। আপনার কম্পিউটার (Shortcut Virus) "শর্টকাট ভাইরাস" থেকে পুরোপুরি মুক্ত হয়ে গেল। অন্য কোন Pendrive  এর "শর্টকাট ভাইরাস" আর আপনার কম্পিউটারে ডুকতে পারবেনা না।

    সংক্রমিত (Pendrive) পেন ড্রাইভের জন্য:

    (১) কম্পিউটারে আপনার পেন ড্রাইভ সংযোগ করুন।

    (২) এখন CMD ওপেন করুন।


    (৩) আপনার পেন ড্রাইভের Drive Name (ড্রাইভ নেইম) টি লিখুন এবংEnter কী (key) চাপুন।

    (৪) তারপর নীচের কোডটি সঠিকভাবে লিখুন বা Copy and Paste করুন।  
    attrib -s -h /s /d *.*  

    (৫) কিবোর্ড থেকে Enter কী চাপুন।

    মনে হয় এবারও আপনি সফল হয়েছেন।

    এবার আপনার পেন ড্রাইভের গুরুত্বপূর্ণ ডাটাগুলো আপনার পিসিতে পছন্দ মত ফোল্ডারে সংরক্ষণ করুন এবং পেনড্রাইভ ফরম্যাট করে দিন। 
    "শর্টকাট ভাইরাস" থেকে আপনার পেনড্রাইভ মুক্ত হয়েছে আশা করি।
     
     👉 👉 পোস্টটি পড়ে যদি আপনার বিন্দু মাত্র উপকার হয় তাতেই আমি সার্থক ও কৃতজ্ঞ হব। পোস্টিটি ভাল লাগলে দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আশা করি। হতে পারে এই কাজে আপনার কয়েক সেকেন্ড মূল্যবান সময় ব্যয়-দেশের আরো দশজন উপকৃত হবার অন্যতম উপলক্ষ। আর হ্যাঁ, এ বিষয়ে কোন কিছু জানার থাকলে নীচের কমেন্ট বক্সে কমেন্ট করতে কোন রকম দ্বিধাবোধ করবেন না। আমি আপনাদেরকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত ইনশাআল্লাহ।

    মনে রাখবেন, জ্ঞান বিতরণ করলে জ্ঞান কমেনা বরং বাড়ে। যেখানেই থাকুন নিরাপদে থাকুন-থাকুন শান্তিতে।
    ধন্যবাদ সবাইকে।

    Visit our video blog



    "মন-প্রান-হ্রদয় দিয়ে; এগিয়ে চল প্রযুক্তি নিয়ে"
    your photo name

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad