কিভাবে আপনার কম্পিউটারের (Shortcut Virus) "শর্টকাট ভাইরাস" রিমুভ করবেন?
আসলামুল আলাইকুম, কেমন আছেন সবাই ? TechMaster BD এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রায় সময় দেখা যায় আমাদের মধ্যে অনেকে কম্পিউটারের শর্টকাট ভাইরাস নিয়ে খুবই সমস্যায় ভুগেন। বেশিরভাগ লোক এটিকে কিভাবে remove করা যায় সে সম্পর্কে বিভিন্ন ব্লগে পোস্ট দেয়। আসলে এটি কোন ভাইরাস নয়, এটি একটি "VBS স্ক্রিপ্ট"।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। আশা করি আপনাদের কাজে লাগবে। শর্টকাট ভাইরাস স্থায়ীভাবে অপসারণ করতে আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
(১) প্রথমে রান (Run) ওপেন করুন।
(২) Open নামে লম্বা খালি বক্সে wscript.exe লিখুন
(৩) কিবোর্ড থেকে Enter-এন্টার চাপুন অথবা OK ক্লিক করুন।
(৪) Stop script after specified number of seconds: এ টিক

(৪) এরপর Apply ক্লিক করুন।
আশা করি এবার কোন পেনড্রাইভের "শর্টকাট ভাইরাস" আপনার কম্পিউটারে আর ডুকবে না।
(Infected ) আক্রান্ত বা সংক্রমিত কম্পিউটারের জন্য:
attrib -s -h /s /d *.*
মনে হয় এবারও আপনি সফল হয়েছেন।
👉 👉 পোস্টটি পড়ে যদি আপনার বিন্দু মাত্র উপকার হয় তাতেই আমি সার্থক ও কৃতজ্ঞ হব। পোস্টিটি ভাল লাগলে দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আশা করি। হতে পারে এই কাজে আপনার কয়েক সেকেন্ড মূল্যবান সময় ব্যয়-দেশের আরো দশজন উপকৃত হবার অন্যতম উপলক্ষ। আর হ্যাঁ, এ বিষয়ে কোন কিছু জানার থাকলে নীচের কমেন্ট বক্সে কমেন্ট করতে কোন রকম দ্বিধাবোধ করবেন না। আমি আপনাদেরকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত ইনশাআল্লাহ।
মনে রাখবেন, জ্ঞান বিতরণ করলে জ্ঞান কমেনা বরং বাড়ে। যেখানেই থাকুন নিরাপদে থাকুন-থাকুন শান্তিতে।
ধন্যবাদ সবাইকে।
Visit our video blog

No comments