• সাম্প্রতিক

    আপনার Android ফোনে ডাউনলোড করুন যে কোনো পেইড ভার্সন App একেবারে ফ্রীতে।


    বিসমিল্লাহির রাহমানির রাহীম
    আসসালামু আলাইকুম,
    বন্ধুরা কেমন আছেন?  আশাকরি আল্লাহর দয়ায় ভাল আছেন সবাই।  আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আপনারা তো মোবাইল ফোনে অনেক রকম অ্যাপস (App) বা গেইমস (Games) গুগুল প্লে স্টোর (Google Play Store)থেকে ডাউনলোড করেন এবং ব্যবহার করে থাকেন। কিন্ত প্রায়ই প্রত্যেক টি App এ বিভিন্ন রকম অ্যাড (Advertise) দিয়ে ভর্তি থাকে। বলতে গেলে প্রতি ক্লিকে Ad এর জালায় আপনার পছন্দের কোনো ভাল একটি App ঠিক মত ব্যবহার করতে পারেন না। তাই আজকে আপনাদের কে এমন একটি Android App এর সাথে পরিচয় করিয়ে দেব যা দিয়ে আপনাদের Android ফোনে যে কোনো অ্যাপের (App) প্রো (Pro) ভার্সন বা পেইড অ্যাপ (যে App গুলি টাকা দিয়ে কিনতে হয়।) এবং গেইম একদম ফ্রী তে ডাউনলোড করে আনায়াসেই ব্যবহার করতে পারবেন। যেগুলি ব্যবহার করার সময় আপনাকে কোনো অফার বা Ad শো করবে না। প্রত্যেকটি App নির্বিগ্নে ইউজ করতে পারবেন। যেমন Whats Up, Imo, Text Art সহ আপনার যে কোনো প্রয়জনীয় App এবং পছন্দের Game এর ফুল ভার্সন ইউজ করতে পারবেন একদম ফ্রীতে।
    এই Android App টির  সাথে অনেকের হয়তো পুর্বে সাক্ষাত ঘটে থাকতে পারে। কিন্তু যাদের সাথে সফটওয়্যারটির এখনো দেখা মেলেনি তাদের জন্যই মূলত এই টিউন। তাহলে আর দেরি কেন বন্ধুরা চলুন দেখে নি কি সেই App।  আগেই বলে নিচ্ছি যে, এই App টি আপনারা Google Play Store এ পাবেন না। এটি ডাউনলোড করতে আপনাকে যেতে হবে এই ঠিকানায়  ACMarket।  এটি একটি  BEST CRACKED প্লে ষ্টোর ।  সাইটটিতে রয়েছে  পেইড ভার্সন Android apps এবং Games এর বিশাল সম্রাজ্য। যে গুলো মুলত ডলার খরচ করে মানুষ ব্যবহার করে থাকে।
    এই ঠিকানায় যাবার জন্য আপনার Android ফোনের যে কোনো ব্রাউজারে ACMarket লিখে সার্চ করুন অথবা লিঙ্কটি তে ক্লিক করুন https://acmarket.net/ ।
    নিচের মত পেইজ ওপেন হবে। এরপর Download App এ ক্লিক করুন।
    ডাউনলোড হয়ে গেলে App টি ইন্সটল করুন। এবার App টি ওপেন করে ডাউনলোড করতে থাকুন আপনার পছন্দের যে কোনো App বা Game যত খুশি তত। ডাউনলোড পদ্ধতি গুগুল প্লে স্টোরের  (Google Play Store) মতই খুব সহজ। এখন থেকে কোনরকম অ্যাড (Ad) এর ঝামেলা ছাড়াই ইউজ করুন যে কোনো Paid App বা ফুল ভার্সন App বা সফটওয়্যার। সার্চ বক্সে লিখে সার্চ করলেই ভেসে উঠবে আপনার পছন্দের App টি। তারপর পছন্দের App টির ডান পাশের INSTALL বাটনে ক্লিক করুন। ব্যাস কাজ শেষ।
    ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন। 
    টিউন্টি ভাল লাগলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন আর টিউমেন্ট করতে ভুলবেন না আশা করি।
    ধন্যবাদ সবাইকে।



    "মন-প্রান-হ্রদয় দিয়ে; এগিয়ে চল প্রযুক্তি নিয়ে"
    your photo name

    3 comments:

    Post Top Ad

    Post Bottom Ad