Tuesday, April 15.
  • সাম্প্রতিক

    বিজ্ঞান বিষয়ক কিছু প্রশ্ন ও উত্তর।

    বিসমিল্লাহির রাহমানির রাহীম


    মানব সভ্যতার ক্রমবিকাশমান ইতিহাসে বিজ্ঞানের সীমাহীন ও রহস্যময় বিভিন্ন উদ্ভাবন ও আবিষ্কারের উদাহরণ অনস্বীকার্য। বিজ্ঞানের আবিষ্কার ক্রমাগত দৈনন্দিন জীবনে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। বিজ্ঞান মানুষের জীবনে এনেছে গতিময়তা, সমস্ত পৃথিবীকে এনেছে মানুষের হাতের মুঠোয়, মানুষের জীবন যাত্রাকে করেছে সহজ। বিজ্ঞান সভ্যতার অগ্রযাত্রাকে তরান্বিত করেছে। আধুনিক বিজ্ঞান শুধু শিল্প ও বাণিজ্য ক্ষেত্রেই নয়, মানুষের দৈনন্দিন জীবন যাত্রায় এনেছে অভাবনীয় পরিবর্তন। দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা প্রতিনিয়তই বিজ্ঞানের ব্যবহার করে চলেছি।

    বিজ্ঞান বিষয়ক কিছু প্রশ্ন ও উত্তর নীচে সংকলন করা হল। 

    নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি ?
    উ: নারীর।

    প্রশ্ন: কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত
    দ্রুত দিতেপারে ?
    উ: পুরুষ ।

    প্রশ্ন: পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে ?
    উ: নিউরন।

    প্রশ্ন: পুরুষ মানুষের জনন বৈশিস্টের জন্য দায়ী
    কোনক্রোমোজম ? 
    উ: Y ক্রোমোজম।

    প্রশ্ন: স্ত্রী জনন বৈশিস্টের জন্য দায়ী
    কোনক্রোমোজম ?
    উ: X ক্রোমোজম।

    প্রশ্ন: মানব দেহে ক্রোমোজমের সংখ্যা কত ?
    উ: ২৩ জোড়া।

    প্রশ্ন: জীবের বংশ গতির একক কোনটি ?
    উ: জিন।

    প্রশ্ন: এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী
    সৃষ্টিহয় ? উ: আমাশয়।

    প্রশ্ন: AIDS অর্থ কী ?
    উ: Acquired Immune Deficiency Syndrome.

    প্রশ্ন: কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা
    বলে ?
    উ: এবি গ্রুপ কে।

    প্রশ্ন: কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা
    বলে ?
    উ: ও গ্রুপ।

    প্রশ্ন: বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবী কে ?
    উ:লুইস ব্রাউন (ইংল্যান্ড)।

    প্রশ্ন: উচ্চ শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ?
    উ: মাংস।

    প্রশ্ন: নিম্ন শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ?
    উ: ডাল।

    প্রশ্ন: বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের
    অভাবে ?
    উ: ভিটামিন-বি -১।

    প্রশ্ন: ঠোটের কোনা মুখের ঘা কিসের অভাবে
    হয় ?
    উ: ভিটামিন -বি -২।

    প্রশ্ন: ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করে
    কোন ভিটামিন ?
    উ: ভিটামিন-কে।

    প্রশ্ন: প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন কোন
    ভিটামিন?
    উ: ভিটামিন-ই।

    প্রশ্ন: রক্তশূন্যতা দেখা দেয় কোন ভিটামিনের
    অভাবে?
    উ: ভিটামিন -বি- ১২।

    প্রশ্ন: সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের
    অভাবে ?
    উ: ভিটামিন – সি।

    প্রশ্ন: মোটামুটি ভাবে আদর্শ খাদ্য কোনটি ?
    উ: দুধ।

    প্রশ্ন: স্ট্রোক হওয়ার কারণ কী ?
    উ: মস্তিস্কে রক্ত ক্ষরণ বা রক্ত প্রবাহে বাধা।

       👉 👉 পোস্টটি ড়ে যদি আপনার বিন্দু মাত্র উপকার হয় তাতেই আমি সার্থক ও কৃতজ্ঞ হব।
    পোস্টিটি ভাল লাগলে দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আশা করি। হতে পারে এই কাজে আপনার কয়েক সেকেন্ড মূল্যবান সময় ব্যয়-দেশের আরো দশজন উপকৃত হবার অন্যতম উপলক্ষ।  

    আর হ্যাঁ, এ বিষয়ে কোন কিছু জানার থাকলে নীচের কমেন্ট বক্সে কমেন্ট করতে কোন রকম দ্বিধাবোধ করবেন না। আমি আপনাদেরকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত ইনশাআল্লাহ, । 
    মনে রাখবেন, জ্ঞান বিতরণ করলে জ্ঞান কমেনা বরং বাড়ে। যেখানেই থাকুন নিরাপদে থাকুন-থাকুন শান্তিতে।

    ধন্যবাদ সবাইকে।

    Visit our video blog



    "মন-প্রান-হ্রদয় দিয়ে; এগিয়ে চল প্রযুক্তি নিয়ে"
    your photo name

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad