• সাম্প্রতিক

    কিভাবে আপনার পিসির ইন্টারনেট যে কোনো এন্ড্রয়ড ফোন বা ট্যাবে রাউটার ছাড়া কানেক্ট করবেন!



    বিসমিল্লাহির রাহমানির রাহীম
    আসসালামু আলাইকুম,
    বন্ধুরা কেমন আছেন ? আশা করি মহান আল্লাহর ইচ্ছায় ভাল আছেন সবাই। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
    বন্ধুরা আজকে ছোট্ট অথচ সহজ একটি টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টাইটেল দেখে নিশ্চয়ই এতক্ষনে বুজে গেছেন কিসের ব্যপারে টিউন করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনো রাউটার ছাড়া কিভাবে আপনার পিসির ইন্টারনেট যে কোনো এন্ড্রয়ড ফোন বা ট্যাবে খুব সহজে শেয়ার করবেন। অবশ্য পিসি থেকে ইন্টারনেট শেয়ার করার বিভিন্ন পদ্ধতি আছে। আমি আজকে যে পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো সেটি অনেকের হয়তো জানা থাকতে পারে। তবে যাদের জানা নেই তারা এই টিউন টি দেখে নিতে পারেন। এটি খুবই সহজ একটি পদ্ধতি।

    Requirements-(আপনার যা যা লাগবে ?)

    • একটি ল্যাপটপ বা ডেস্কটপ
    • ইন্টারনেট কানেকশন-(মডেম বা ব্রডব্যান্ড)
    • 'Connectify' নামে একটি সফটওয়্যার-(যা আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন)
    • স্মার্ট ফোন বা ট্যাব
    Connectify সফটওয়্যার ডাউনলোড করুন এখান থেকে
    সবকিছু রেডি থাকলে আসুন পদ্ধতিটা দেখে নেয়া যাক।
    নিচের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালভাবে দেখুন।


    টিউন টি ভাল লাগলে লাইক এবং শেয়ার করে বন্দধুদেরকে জানিয়ে দিন এবং পরবর্তী আপডেট পেতে আমার YouTube Channel টি দয়া করে subscribe করে রাখুন।

    টিঊনটি কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।



    "মন-প্রান-হ্রদয় দিয়ে; এগিয়ে চল প্রযুক্তি নিয়ে"
    your photo name

    1 comment:

    Post Top Ad

    Post Bottom Ad