উইন্ডোজ অপারেটিং সিস্টেম (Windows Operating Systems) নির্বাচনের ক্ষত্রে 32-বিট নাকি 64-বিট, কোনটি নির্বাচন করবেন?
এখানে x64 দিয়ে 64-বিটকে বুঝায় আর x86 দিয়ে 32-বিটকে বুঝানো হয়। তাই অপারেটিং সিস্টেম দেয়ার আগে অবশ্যই দেখে নিবেন আপনার কম্পিউটারে প্রসেসর কত বিটের । আপনার কম্পিউটার যদি ৬৪ বিট হয় তাহলে ৬৪ বিট অপারেটিং সিস্টেম ইন্সটল দিতে হবে। 32-বিটের হলে 32-বিট অপারেটিং সিস্টেম ইন্সটল দিতে হবে। তা না হলে আপনার প্রসেসর এর পুরো ক্ষমতা কাজে লাগাতে পারবেন না । 64-বিটের কম্পিউটারে আপনি 32-বিট অপারেটিং সিস্টেম ইন্সটল দিতে পারবেন। কিন্তু 32 বিটের কম্পিউটারে আপনি 64-বিটের অপারেটিং সিস্টেম ইন্সটল দিতে পারবেন না।
যাহোক, আসল কথা হচ্ছে আপনার উইন্ডোজ কপি 32-বিট নাকি 64-বিট তা মূলত নির্ভর করে আপনার প্রসেসর (CPU) এর উপর। উইন্ডোজ এর মত আধুনিক প্রসেসরগুলিও 32-বিট বা 64-বিট এর হয়ে থাকে। ইদানিং 64-বিট মেশিনগুলো যাতে আরো বেশী তথ্য প্রক্রিয়া সম্পন্ন করতে পারে সেগুলোকে সেভাবে শক্তিশালী করে তোলা হচ্ছে।
আপনার যদি 32-বিট প্রসেসর থাকে তবে আপনাকে 32-বিট উইন্ডোজ ইনস্টল করতে হবে। তবে যখন একটি 64-বিট প্রসেসর 32-বিট সংস্করণের উইন্ডোজ এর সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তখন CPU- র পূর্ণ বেনিফিট বা সুবিধা পেতে আপনাকে 64-বিট উইন্ডোজ রান করতে হবে।
মনে করুন আপনি বর্তমানে উইন্ডোজ10 ব্যবহার করছেন। সুতরাং আপনার উইন্ডোজ এবং প্রসেসরের এর সংস্করণ দেখতে আপনার উইন্ডোজ10 এর স্টার্ট মেনু (Start Menu) টি ওপেন করুন এবং About your PC খোলার জন্য এখানে About টাইপ করুন। এখানে, System type এর নীচে, আপনি দেখতে পাবেন আপনার উইন্ডোজ এবং প্রসেসর 32-বিট নাকি 64-বিট।
এখন যদি আপনি কোনো দোকান থেকে একটি 64-বিট প্রসেসরের (যেহেতু আপনার পিসির বর্তমান সংস্করণটি 64-বিট )পিসি কিনতে যান এবং উইন্ডোজ এর ব্যপারে সরাসরি কিছু না বলেন, তখন সম্ভবত দোকানদারের দেয়া উইন্ডোজটি 64 বিট হবার সম্ভাবনাই বেশী থাকবে। কেননা 64-বিট উইন্ডোজ এখন স্ট্যান্ডার্ড হয়ে উঠছে। কারণ 32 বিট প্রসেসর দিয়ে শুধুমাত্র কম দামী মেশিনগুলো বাজারজাত হয়। যেহেতু আপনার 64-বিট সংস্করণের প্রসেসরে একটি 64-বিট উইন্ডোজ থাকবে, সুতরাং আপনাকে আর কিছু করতে হবে না।
(চলবে)

No comments