কিভাবে ব্লগার ব্লগের প্রতিটি পোস্টের নীচে Related Post বা সম্পর্কিত পোস্ট উইজেট যোগ করবেন?
এটি মূলত বর্তমান পোস্টের সঙ্গে অনুরূপ ট্যাগ পোস্টের একটি তালিকা দেখিয়ে থাকে। ব্লগের পাঠক বৃদ্ধি এবং ব্লগের Traffiking বৃদ্ধির জন্য Related Post Widget খুবই প্রাসঙ্গিক বিষয়। একথা অনসীকার্য যে ওয়েবসাইটের ভিউ (View) বাড়ানোর ক্ষেত্রে এটি কার্যকর ভুমিকা পানন করে।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ব্লগার ব্লগের প্রতিটি পোস্ট নীচে খুব সুন্দর একটি Related Post Widget যুক্ত করা যায়। এটি আপনার ব্লগের প্রতিটি প্রবন্ধের শেষে দেখানো হবে।
Related Post Widget যুক্ত করতে প্রথমে নীচের লিঙ্কস বাটনে ক্লিক করুন।

যদি উপরের সমস্যা টি দেখা যায় তবে নীচের ধাপ গুলি পুনরায় অনুসরণ করুন।
এখন আবার এই লিংকে http://www.linkwithin.com/learn যান এবং Platform (প্ল্যাটফর্ম) বিভাগে Other (অন্য) নির্বাচন করুন।
আমি মনে করি আপনি সফল হয়েছেন।
👉 👉 পোস্টটি পড়ে যদি আপনার বিন্দু মাত্র উপকার হয় তাতেই আমি সার্থক ও কৃতজ্ঞ হব। পোস্টিটি ভাল লাগলে দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আশা করি। হতে পারে এই কাজে আপনার কয়েক সেকেন্ড মূল্যবান সময় ব্যয়-দেশের আরো দশজন উপকৃত হবার অন্যতম উপলক্ষ। আর হ্যাঁ, এ বিষয়ে কোন কিছু জানার থাকলে নীচের কমেন্ট বক্সে কমেন্ট করতে কোন রকম দ্বিধাবোধ করবেন না। আমি আপনাদেরকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত ইনশাআল্লাহ।
মনে রাখবেন, জ্ঞান বিতরণ করলে জ্ঞান কমেনা বরং বাড়ে। যেখানেই থাকুন নিরাপদে থাকুন-থাকুন শান্তিতে।
পোস্টটি কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
Visit our video blog

No comments