কিভাবে আপনার ব্লগার ব্লগ অন্যের কপি করা থেকে রক্ষা করবেন?
এটি অবর্নণীয় এবং খুবই দুঃখ জনক ব্যপার যে অন্যের কষ্ট করা সৃষ্টি আরেকজন আনাইয়াসেই তার ব্লগে নিজের নামে প্রকাশ করবে। যা কপিরাইট আইন (Copyright Law) ভঙ্গ করার সামিল এবং এটি একটি দন্ডনীয় অপরাধ।
সময়ের প্রয়োজনে তাই প্রতিটি ব্লগ পোস্টকে অন্যের কপি করা থেকে রক্ষা করা উচিত।
সুতরাং, দেরী কেন !!
এই কৌশলটি প্রয়োগ করতে আপনাকে নিম্নলিখিত HTML কোডটি কপি করতে হবে এবং আপনার ব্লগে Gadget গ্যাজেট হিসাবে যোগ করতে হবে।
Go to Dashboard >> Layout >> Add a Gadget
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"> <!-- START trickstoo disable copy paste--> <script src="demo-to-prevent-copy-paste-on-blogger_files/ googleapis.js"></script><script type="text/javascript"> if (typeof document.onselectstart!="undefined" ) { document.onselectstart=new Function ("return false" ); } else{document.onmousedown=new Function ("return false" ); document.onmouseup=new Function ("return true" ); } </script><!-- END trickstoo disable copy paste--></div>
সম্ভবত, আপনি জানেন যে কিভাবে একটি ব্লগার ব্লগ এ HTML কোড যোগ করতে হয়।
আপনি যদি না জানেন তবে নিয়ম দেখতে এখানে ক্লিক করুন ।
আপনি যদি কোন সমস্যা সম্মুখীন হন, তাহলে Comment Box এ (মন্তব্য বক্স) কোনো দ্বিধাবোধ ছাড়াই মন্তব্য করুন। আমি আপনাকে সবসময় সাহায্য করার জন্য সর্বোত্তম চেষ্টা করব।
👉 👉 পোস্টটি পড়ে যদি আপনার বিন্দু মাত্র উপকার হয় তাতেই আমি সার্থক ও কৃতজ্ঞ হব। পোস্টিটি ভাল লাগলে দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আশা করি। হতে পারে এই কাজে আপনার কয়েক সেকেন্ড মূল্যবান সময় ব্যয়-দেশের আরো দশজন উপকৃত হবার অন্যতম উপলক্ষ। আর হ্যাঁ, এ বিষয়ে কোন কিছু জানার থাকলে নীচের কমেন্ট বক্সে কমেন্ট করতে কোন রকম দ্বিধাবোধ করবেন না। আমি আপনাদেরকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত ইনশাআল্লাহ।
মনে রাখবেন, জ্ঞান বিতরণ করলে জ্ঞান কমেনা বরং বাড়ে। যেখানেই থাকুন নিরাপদে থাকুন-থাকুন শান্তিতে।
পোস্টটি কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
Visit our video blog

কপি-পেষ্ট রোধ কল্পে এটি কার্যকর ভুমিকা রাখবে আশা করি। আমি যোগ করেছি, ধন্যবাদ টেকমাস্টার ভাই।
ReplyDeleteধন্যবাদ।
Delete